আজ ৬ সেপ্টেম্বর, ১৯৯৬ সালের দিনটিতে চলে যান বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে রুপালি জগৎ থেকে বিদায় নিলে তিনি কোটি দর্শকের হৃদয় শূন্য করে গিয়েছিলেন। ঢালিউডে তার ক্যারিয়ার ছিল মাত্র চার বছরের, তবে এই সময়ের মধ্যে তিনি দর্শকের মনে এক অমোঘ ছাপ রেখে গেছেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর মাত্র ২৭টি সিনেমা অভিনয় করলেও সবকটি ব্যবসায়িক ও সমালোচকদের দৃষ্টিতে সফল। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’ এবং ‘বুকের ভেতর আগুন’।
সালমান শাহ অভিনয় শুরু করেছিলেন টেলিভিশন নাটক দিয়ে। ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘নয়ন’ এবং বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে। অভিনয় প্রতিভা, সুদর্শন চেহারা ও স্টাইলের কারণে তিনি নব্বই দশকের তরুণ প্রজন্মের ড্রিম বয় ও স্টাইল আইকন হিসেবে সুপরিচিত হন।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন, চলচ্চিত্রে সালমান শাহ নামে পরিচিতি পান। তিনি একমাত্র নায়ক যিনি শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকদের সিনেমা হলে আনার মাধ্যমে ঢালিউডের দর্শকপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছে দেন।
দুর্ভাগ্যবশত, ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে ঢাকার ইস্কাটনে নিজের বাসায় তিনি অকালেই পৃথিবী ছেড়ে যান। পুলিশের রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও আজও এর সঙ্গে জড়িত রহস্য অনেকের মনে জেগে আছে। মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও, সালমান শাহ আজও বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে ‘শাহেনশাহ’ হয়ে অমর।
Leave a Reply