ব্রাজিল জাতীয় দলে কাতার বিশ্বকাপের পর ডাক পাওয়া ১১তম সেন্টার ফরোয়ার্ড কাইও জর্জ। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দিয়েই আগামী বিশ্বকাপে ৯ নম্বর জার্সির উত্তরসূরি খুঁজছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি জোয়াও পেদ্রোকে সম্ভাব্য সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা করেছেন, তবে জাতীয় দলে তার পারফরম্যান্স এখনও সীমিত।
২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ডদের গোল স্কোর খুব বেশি নয়। ডাক পাওয়া ফরোয়ার্ডদের মধ্যে কেবল তিনজন গোল করেছেন। জোয়াও পেদ্রো মাঠে অনেকবার নামলেও এখনও পর্যন্ত গোলের দেখা পাননি। আনচেলত্তি জানিয়েছেন, সেপ্টেম্বরের ফিফা উইন্ডো হচ্ছে দলের চূড়ান্ত পরীক্ষার সময়, যেখানে ঠিক হবে কে বিশ্বকাপে যাবে। অক্টোবর থেকে শুরু হবে কোচের লক্ষ্য অনুযায়ী একটি ছোট দল তৈরি করা, যারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
জোয়াও পেদ্রো নিজেকে বহুমুখী ৯ নম্বর হিসেবে দেখছেন, শুধু বক্সে আটকে থাকেন না; আক্রমণ গড়ে ও শেষ করতে চান। তিনি নাম্বার ১০ হিসেবেও খেলতে পারেন। চেলসিতে দুর্দান্ত ফর্ম এবং আক্রমণাত্মক খেলার ক্ষমতার কারণে আনচেলত্তির আস্থা জিতেছেন। আগামীকাল ভোরে মারাকানায় চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাবে।
Leave a Reply