আর মাত্র পাঁচ দিন পর শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর। তবে দর্শকদের সবচেয়ে বড় আগ্রহ ১৪ সেপ্টেম্বরের ম্যাচ ঘিরে, যেদিন মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
পেহেলগামের সন্ত্রাসী হামলার পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। আর এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির ঘোষণা অনুযায়ী, ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট কিনতে পারবেন। সবচেয়ে কম দামের টিকিট ৪৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭০০ টাকা)। এই প্যাকেজের অন্তর্ভুক্ত ম্যাচগুলোর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচও। ফলে মাঠে বসে খেলাটি দেখতে হলে একজন দর্শককে খরচ করতে হবে কমপক্ষে এই টাকার সমপরিমাণ।
প্যাকেজ-২: সুপার ফোর পর্বের টিকিট। সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা)।
প্যাকেজ-৩: দুটি সুপার ফোর ম্যাচ ও ফাইনাল দেখার সুযোগ। সর্বনিম্ন টিকিট ৫২৫ দিরহাম (১৭ হাজার ৪০০ টাকা)।
এছাড়া শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট পাওয়া যাবে।
Leave a Reply