গাজা সিটিতে রাতভর ভয়াবহ ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। স্থানীয় হাসপাতাল সূত্রে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। সংগঠনটি বলছে, গাজা পরিচালনার জন্য একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে সম্মত হয়েছে তারা এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
তবে হামাসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। তাদের দাবি, “যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে, তবে সেটি হবে ইসরায়েলি মন্ত্রিসভার নির্ধারিত শর্তে।”
এ সময় ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একটি নতুন পরিকল্পনা উন্মোচন করেছেন, যেখানে দখলকৃত পশ্চিম তীরের প্রায় সব এলাকা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি নেতানিয়াহুর অনুমোদনও চান এই পরিকল্পনায়।
মানবিক বিপর্যয়ের এই যুদ্ধে এখন পর্যন্ত (অক্টোবর ২০২৩ থেকে) গাজায় নিহত হয়েছেন অন্তত ৬৩ হাজার ৭৪৬ জন, আহত হয়েছেন আরও ১ লাখ ৬১ হাজার ২৪৫ জন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে নিয়ে যায় হামাস।
Leave a Reply