1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

এসএ২০ নিলামে সাকিব-মোস্তাফিজসহ ১৪ বাংলাদেশি ক্রিকেটার

রনি আহম্মেদ
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

আগামী ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০’র ২০২৬ সালের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে মোট ৫৪১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানসহ ১৪ জন ক্রিকেটার নিলামে অংশ নিচ্ছেন।

নিলাম পুলে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, তানজিদ হোসেন তামিম, শামিম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও লিটন দাস

এছাড়া, ইংল্যান্ডের ৪৩ বছর বয়সি কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনও অংশ নিচ্ছেন। এর সঙ্গে আছেন মঈন আলি, অ্যালেক্স হেলস এবং গত আসরের ফাইনালের ম্যাচসেরা টম আবেল। অ্যান্ডারসন দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন এবং এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাচ্ছেন।

বিগব্যাশের সঙ্গে একই সময়ে এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় নিলামে অংশ নিচ্ছেন মাত্র দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার—ডি’আর্চি শর্ট ও পিটার হাতজোগ্লু। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ২৮ এবং শ্রীলঙ্কার ২৪ ক্রিকেটারের নামও নিলামের পুলে রয়েছে। নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন দীপেন্দ্র সিং এইরি।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম রিটেন না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে পুলে আছেন আনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, তাবরাইজ শামসি এবং জেরাল্ড কোটজি।

মোট ২৪১ জন বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ ২৫টি শূন্যস্থান পূরণের জন্য নিলামে অংশ নেবেন, আর বাকি ৫৯টি স্থানের জন্য লড়বেন ৩০০ জন দক্ষিণ আফ্রিকান। নিলামে সবচেয়ে বড় বাজেটের দল প্রিটোরিয়া ক্যাপিটালস—৩২.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার), যেখানে ১৩টি ফাঁকা জায়গা রয়েছে। অন্যদিকে, এমআই কেপ টাউন সবচেয়ে ছোট বাজেট—১১.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার), ১২টি ফাঁকা জায়গা নিয়ে।

এবারের নিয়ম অনুযায়ী, ছয়টি দলকেই ১৯ সদস্যের স্কোয়াডে ন্যূনতম দুইজন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss