পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঠাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামে সোমবার (১ সেপ্টেম্বর) একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং বিধ্বস্ত হয়।
নিহতরা হলেন: মেজর আতিফ, পাইলট ইন কমান্ড, মেজর ফয়সাল, সহ-পাইলট, নায়েব সুবেদার মকবুল, ফ্লাইট ইঞ্জিনিয়ার, হাবলদার জাহাঙ্গীর, ক্রু প্রধান ও নায়েক আমির, ক্রু সদস্য
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply