ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ২০ ফুট ‘প্রতীকী মোটিফ’ স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুরুতে এই মোটিফ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও, আবু সাঈদের পরিবারের আপত্তির কারণে তা বাতিল করা হয়েছে।
সিদ্ধান্ত পরিবর্তনের কারণ
বুধবার (২৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,
প্রাথমিকভাবে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার জন্য একটি প্রতীকী মোটিফের স্কেচ তৈরি করা হয়েছিল।তবে, তার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানানোয় প্রশাসন সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।
গত সোমবার জানানো হয়েছিল যে, এবারের মঙ্গল শোভাযাত্রায় বড় আকারের চারটি প্রতীকী ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে ছিল: শহীদ আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ প্রতীকী ভাস্কর্য, একটি বাঘের প্রতিকৃতি, একটি পাখির ভাস্কর্য, স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য
এছাড়া শোভাযাত্রায় অনেক মুখোশের সংযোজনও পরিকল্পিত ছিল।
মঙ্গল শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের প্রতীকী ভাস্কর্য রাখা না হলেও, শোভাযাত্রার মূল চেতনা—সংস্কৃতির বহিঃপ্রকাশ, গণতন্ত্র ও প্রতিবাদের ভাষা—অবিকৃত থাকবে।
Leave a Reply