সংবাদ প্রতিবেদন জানায় গাজার ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে নতুন করে বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া। বুধবার ভোরে চালানো এই হামলায় আরও আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের তথ্যানুযায়ী,
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের ফলে শুধুমাত্র গত সপ্তাহেই ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ, বন্দরনগরী লাতাকিয়া ও এর আশপাশে একাধিক হামলা চালানো হয়েছে।
গাজায় প্রাণহানি ও হতাহত সংখ্যা বাড়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫০,১৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৮২৮ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে,
এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেককেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে, ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।
যুদ্ধের সূত্রপাত ও প্রেক্ষাপট ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলমান রয়েছে।
এই সংঘাত কবে শেষ হবে, কিংবা কোনো রাজনৈতিক সমাধান আসবে কি না—এ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।
Leave a Reply