বার্সেলোনা লিগের শেষ ম্যাচে দলের চিকিৎসকের আকস্মিক মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে নির্ধারিত ম্যাচ স্থগিত করেছিল। পুনঃনির্ধারিত সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৭ মার্চ)। তবে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রোনাল্ড আরাউহো ও রাফিনিয়া।
আন্তর্জাতিক ম্যাচ থেকে সদ্য ফেরা এই দুই তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে বনাম বলিভিয়ার গোলশূন্য ড্র হওয়া ম্যাচে না খেললেও, ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন রাফিনিয়া। দীর্ঘ ভ্রমণ ও ক্লান্তির কারণে তাদেরকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফ্লিক।
বার্সেলোনার কোচ বলেন,
ওরা খেলবে না। দীর্ঘ ফ্লাইটের পর দ্রুত পুনরুদ্ধারের জন্য বিশ্রামই সেরা উপায়। রোনাল্ড শেষ ম্যাচে না খেললেও, তার অনুশীলনে ফেরা ইতিবাচক দিক। আমরা রবিবার তার পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমাদের একটি শক্তিশালী দল রয়েছে, এবং আমি অনুশীলনে ইতিবাচক ইঙ্গিত দেখেছি। তিন পয়েন্ট নিশ্চিত করতে আমাদের লড়াই করতে হবে। যদি আমরা জয় পাই, তাহলে দল আরও আত্মবিশ্বাসী হবে।
এছাড়া, স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিওকেও শুরুর একাদশে রাখছেন না ফ্লিক। তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে কোচের।
তিনি বলেন, “শুরুর একাদশে পাউ খেলবে না। এরিক গার্সিয়া ও ইনিয়াগো মার্তিনেজ খেলবে। পাউ বেঞ্চে থাকবে, কারণ আমাদের তাকে আরও ম্যাচে প্রয়োজন হবে। দুই-তিন দিনের বিশ্রাম তার পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ।”
আগামী ২০ দিনের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে, যা দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে কোচ হ্যান্সি ফ্লিক আত্মবিশ্বাসী যে তার দল ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত রয়েছে।
বর্তমানে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা, সমান পয়েন্ট থাকলেও ২৮ ম্যাচ খেলে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে আতলেতিকো মাদ্রিদ।
বার্সেলোনা কি ওসাসুনার বিপক্ষে জয় তুলে নিতে পারবে? এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
Leave a Reply