ঈদুল ফিতরের যাত্রার প্রেক্ষাপটে, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত পদ্মা সেতুর মাধ্যমে গত ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময়ে ১১ হাজার ৪২১টি যানবাহন সেতু পার হয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল সংগ্রহের কাজ সম্পন্ন হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।
প্রকৌশলী আবু সায়াদ জানান,
আজকের ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় হয়। একই সময়ে, সেতুর জাজিরা প্রান্তে ৩ হাজার ৪০৮টি যানবাহন পার হয়ে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় তেমন বৃদ্ধি পায়নি, ফলে রাজধানী থেকে দক্ষিণবঙ্গগামী যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারাপার করতে সক্ষম হয়েছে।
এদিকে, সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আদায়ের প্রক্রিয়া দ্রুততর করতে সবগুলো বুথ কার্যক্রমে রাখা হয়েছে। যানবাহনগুলো দ্রুত সেতু পার হওয়ার জন্য ৭টি বুথে সঠিকভাবে এবং নিরবচ্ছিন্নভাবে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে আলাদা লেন নির্ধারণ করা হয়েছে।
ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, পুরো মহাসড়কে নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশের ৮টি ইউনিট এবং ৪০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।
Leave a Reply