দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়, উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর। মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা দুপুরে থাকলেও ভোর থেকেই ঢল নামে দলটির নেতাকর্মী ও সমর্থকদের। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন বাইরে ও আশপাশে, এমনকি রমনা পার্কেও ছড়িয়ে আছেন অনেকে।
সারা দেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে আসা সমর্থকরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসছেন। দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খচিত টি-শার্ট, পাঞ্জাবি ও পতাকা হাতে বহু নেতাকর্মী অংশ নিচ্ছেন। জানা গেছে, এই সমাবেশ সফল করতে ১০ হাজার বাস ভাড়া করেছে দলটি। এছাড়াও সদরঘাটে ৩০টি লঞ্চ এসে ভিড়েছে কর্মীদের নিয়ে, যারা বাস বা পায়ে হেঁটে সমাবেশস্থলে আসছেন। বাংলাদেশ রেলওয়ে জামায়াতের জন্য চার জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে।
২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন সোহরাওয়ার্দীর আশপাশে কয়েক কিলোমিটার এলাকায়। জামায়াত জানিয়েছে, সাত দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সমাবেশে এসব বিষয়েই দিকনির্দেশনা দেবেন শীর্ষ নেতারা।
Leave a Reply