ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি ঘোষণা করেছেন,
তার অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’ এর ট্রেলার এখন অনলাইনে মুক্তি পেয়েছে। রোববার (২৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ট্রেলার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “‘সিকান্দার’ ট্রেলার, এখন প্রকাশ্যে।
এই সিনেমায় প্রথমবার রাশমিকা মন্দানা সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান। সিনেমাটির ট্রেলার প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘সিকান্দার’ ট্রেলারটি রোববার (২৩ মার্চ) নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এবং মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ট্রেলারে ৩৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।
ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত ‘সিকান্দার’ সিনেমাটি রোমান্স ও অ্যাকশন নির্ভর। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারটিতে সিকান্দার চরিত্রে অভিনয় করা সালমান খানের প্রিয়জন হারানোর যন্ত্রণা এবং সামাজিক নানা সমস্যা তুলে ধরা হয়েছে। ঈদ উপলক্ষে সিনেমায় জমকালো নাচ ও গানও থাকবে, যা সিনেমাটির আমেজ আরও বাড়াবে। ‘সিকান্দার’ সিনেমাটি আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এছাড়া, নিরাপত্তাজনিত কারণে সিনেমার প্রচারে শারীরিকভাবে অংশ নিতে না পারলেও, সালমান খান তার ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় সিনেমা সংক্রান্ত সব তথ্য শেয়ার করছেন।
Leave a Reply