সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুতেই বাজিমাত করলো বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই স্বাগতিক শ্রীলঙ্কার তিন ব্যাটারকে প্যাভিলনের পথ দেখিয়ে ম্যাচে দারুণ শুরু করে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
বুধবার কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তবে শুরুটা মোটেই স্বস্তির ছিল না লঙ্কানদের জন্য। মাত্র ৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। উইকেটের ঝড়ের মাঝেও ১৭ বলে ২৩ রানে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দিচ্ছেন চারিথ আসালাঙ্কা।
বাংলাদেশের বোলাররা প্রথম থেকেই চাপ তৈরি করে। শরিফুল ইসলামের প্রথম ওভারেই স্কয়ার লেগে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কুশল মেন্ডিস (৪ বলে ৬)।
পরের ওভারে শেখ মেহেদী হাসান নিজের প্রথম স্পেলে কুশল পেরেরাকে (০) স্লিপে ক্যাচ করিয়ে ফেরান।
এরপর একের পর এক সুযোগ হাতছাড়া করলেও শেষমেশ শেখ মেহেদী আবার সাফল্য এনে দেন। পঞ্চম ওভারে দিনেশ চান্ডিমাল তার শিকার হন, জাকের আলীর হাতে ক্যাচ দেন ২ রানে।
নিশাঙ্কা যদিও শুরুতে রানআউট হওয়া থেকে বেঁচে যান, এরপর মিড উইকেটে তানজিম এবং শর্ট থার্ডম্যানে মোস্তাফিজের হাত থেকেও জীবন পান—তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবু তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের দাপট অব্যাহত থাকে।
এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
Leave a Reply