জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনিবার্য কারণে আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান (চতুর্থ পত্র) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটির পত্র কোড ছিল ১২২৭০৩। নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে, অন্যান্য বিষয়সমূহের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাটি ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন ঘোষণায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দ্রুত বিকল্প সময়সূচি প্রকাশের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply