1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের আরও ৭ কর্মকর্তা বরখাস্ত, মোট বরখাস্ত ২১ জন

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় আরও ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে তিন দফায় মোট বরখাস্ত হলেন ২১ জন।

বুধবার (১৬ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

 তৃতীয় দফায় বরখাস্ত হওয়া কর্মকর্তারা:

  1. লোকমান হোসেন – কর পরিদর্শক, কর অঞ্চল-২

  2. নাজমুল হাসান – কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

  3. আব্দুল্লাহ আল মামুন – কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

  4. ছালেহা খাতুন সাথি – সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা

  5. রৌশনারা আক্তার – সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস বন্ড কমিশনারেট (উত্তর), ঢাকা

  6. সালেক খান – সিপাই, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (দক্ষিণ), ঢাকা

  7. বি এম সবুজ – প্রধান সহকারী (নাজির), কর অঞ্চল-১৪, ঢাকা

আগের দুই দফায় বরখাস্ত হয়েছিলেন যারা:

  • মাসুমা খাতুন, যুগ্ম কর কমিশনার

  • মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার

  • মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার

  • মোনালিসা শাহরীন, যুগ্ম কর কমিশনার

  • আশরাফুল আলম, যুগ্ম কর কমিশনার

  • শিহাবুল ইসলাম, উপ-কর কমিশনার

  • নুশরাত জাহান শমী, উপ-কর কমিশনার

  • ইমাম তৌহিদ শাকিল, উপ-কর কমিশনার

  • হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, মূসক গোয়েন্দা

  • সবুজ মিয়া, রাজস্ব কর্মকর্তা, কাস্টম বন্ড কমিশনারেট

  • শফিউল বশর, রাজস্ব কর্মকর্তা, খুলনা

  • সিফাত মরিয়ম, অতিরিক্ত কমিশনার, NSW প্রকল্প

  • শাহাদত জামিল, দ্বিতীয় সচিব, এনবিআর

  • মির্জা আশিক রানা, অতিরিক্ত কমিশনার, কর অঞ্চল-৮

আদেশে বলা হয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তারা বদলির সরকারি নির্দেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, এই কাজ শৃঙ্খলাবিরোধী ও প্রশাসনিক অপরাধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss