নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই শুরু হয়েছে পরবর্তী আসরের গুঞ্জন। ফুটবলের পরাশক্তি ব্রাজিল নাকি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পরবর্তী আসরটি অনুষ্ঠিত হতে পারে রিও ডি জেনেইরো, সাও পাওলো ও বেলো হরিজন্তে—এই তিন শহরে। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ বিশ্বকাপেও সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করেছিল ব্রাজিল, যেখানে রয়েছে বিশ্বমানের অবকাঠামো ও স্টেডিয়াম।
নতুন ফরম্যাটে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। যদিও কোচ, খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মধ্যে ইনজুরি, ব্যস্ত সূচি ও দর্শক উপস্থিতি নিয়ে ছিল সমালোচনা—তবু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ইভেন্টকে “অভূতপূর্ব সাফল্য” হিসেবে দাবি করেছেন।
রাজস্ব: $২ বিলিয়নের বেশি
ম্যাচপ্রতি আয়: প্রায় $৩১ মিলিয়ন
গড় দর্শক সংখ্যা: ৪০,০০০
ফুটবল ঐতিহ্য ও ইতিহাসে ভরপুর
উৎসাহী ও বিশাল ফ্যানবেইজ
আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা
উচ্চমানের অবকাঠামো ও স্টেডিয়াম
ফিফা চায় ইউরোপীয় মৌসুম বিরতির সময় জুন-জুলাই উইন্ডোতে এই ইভেন্ট আয়োজন করতে।
ব্রাজিলে ক্লাব বিশ্বকাপ আয়োজনের গুঞ্জন সত্যি হলে, এটি হতে যাচ্ছে ফুটবল ঐতিহ্যবাহী এক দেশে নতুন ফরম্যাটের বড় টুর্নামেন্ট। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ব্রাজিলের আগ্রহ ফিফাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
Leave a Reply