গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত শুরু করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসান নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালস। প্রথম ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন সাকিব নিজে—৫৮ রান ও ৪ উইকেট। কিন্তু পরের দুই ম্যাচে টানা হার তাদের ফাইনালে ওঠার সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে।
রোববার (১৩ জুলাই) প্রভিডেন্স স্টেডিয়ামে মাত্র ১৩৯ রানের লক্ষ্য তাড়া করেও মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় দুবাই ক্যাপিটালস। ফলে ৫৭ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবদের।
মঈন আলী – ৩৮ বলে ৪০ রান
রাদারফোর্ড – ৩৩ রান
সাকিব – ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে উইকেটশূন্য
তবে ব্যাটিং ব্যর্থতার পরেও গায়ানার ব্যাটারদের ইনিংস টিকিয়ে রাখে শেষদিকে রোমারিও শেফার্ডের ৯ বলে ১৫ রানের ক্যামিও।
টার্গেট ছোট হলেও ইমরান তাহিরের লেগ স্পিন সামনে দুর্বলতা আবারও স্পষ্ট।
তাহির – ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট
সাকিব – ব্যাটিংয়ে ব্যর্থ, ৫ বলে মাত্র ৪ রান
সর্বোচ্চ রান – নিরোশান দিকভেলা (২৬), সেদিকুল্লাহ অটল (২৫)
দলের টপ অর্ডার ৯ রানেই ৩ উইকেট হারালে আর পেছনে তাকাতে হয়নি গায়ানাকে।
টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে, ফাইনাল ১৮ জুলাই
সেরা দুই দল খেলবে ফাইনালে
দুবাই ক্যাপিটালস: ৩ ম্যাচে ১ জয়, পয়েন্ট ২ – অবস্থান ৪ নম্বরে
শেষ ম্যাচ: রংপুর রাইডার্স এর বিপক্ষে
গায়ানা ও রংপুর – ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে
হোবার্ট হারিকেন্স – ২ পয়েন্ট (২ ম্যাচ)
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট – এখনও জয়শূন্য
সাকিবের অসাধারণ শুরু সত্ত্বেও টানা দুটি হারে দুবাই ক্যাপিটালসের ফাইনাল খেলার সম্ভাবনা এখন প্রায় শেষ। শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে জয় পেলেও, অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য। সামগ্রিকভাবে বললে, দলীয় পারফরম্যান্সের অভাবেই পিছিয়ে পড়েছে সাকিবরা।
Leave a Reply