বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার (২৪ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডিপিএল ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাভারের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকের পরামর্শে তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখন শঙ্কামুক্ত এবং পরিবারের সঙ্গে কথা বলছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সতীর্থরা ছাড়াও অনেক বিদেশি ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ভারতের মনোজ তিওয়ারি ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে শুভকামনা জানান।
সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং এক্স (টুইটার)-এ তামিমের জন্য প্রার্থনা করে লেখেন,
“তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছ এবং শক্তভাবে লড়াই করে ফিরেছ। এবারের লড়াইও ব্যতিক্রম নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন!”
এদিকে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে এক্সে লিখেছেন,
“আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি, খুব শিগগিরই আমরা একসঙ্গে কাজ করবো।”
তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশি সমর্থকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।
Leave a Reply