দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তি:
বরিশাল বিভাগ: ১১৬ জন
চট্টগ্রাম বিভাগ: ৭৯ জন
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬০ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ২৫ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ৫৭ জন
খুলনা বিভাগ: ২৬ জন
রাজশাহী বিভাগ: ৪৫ জন
ময়মনসিংহ বিভাগ: ৯ জন
রংপুর বিভাগ: ৩ জন
এদিকে একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৮১ জন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত মোট ১৪ হাজার ৮৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকতে এবং মশা নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply