1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৫ Time View

তেলেগু চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও (৮৩) আর নেই। আজ রোববার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র তিন দিন আগেই উদ্‌যাপন করেছিলেন নিজের জন্মদিন।

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় ছিলেন এই গুণী অভিনেতা। তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি ভাষায় ৭৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করে অসাধারণ দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। ১৯৭৮ সালে ‘প্রাণম খরিদু’ ছবি দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। খল চরিত্র হোক বা কমেডি কিংবা পার্শ্বচরিত্র— প্রতিটি রূপেই দর্শকদের মন জয় করেছেন তিনি।

২০০৫ সালে বলিউডে অভিষেক ঘটে রাম গোপাল ভার্মার ‘সরকার’ সিনেমায় ‘সিলভার মনি’ চরিত্রের মাধ্যমে। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬’ ও ‘শিবা’। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী এবং ৯টি নন্দী অ্যাওয়ার্ড পান।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ছিলেন সক্রিয়। ১৯৯৯ সালে বিজয়ওয়াড়া পূর্ব আসন থেকে বিজেপির মনোনয়নে নির্বাচিত হয়ে ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি, সহকর্মী, ভক্ত ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss