দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে আশার আলো দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। গ্লোবাল সুপার লিগে সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে মিঠু জানান, জাতীয় দলে তার ফেরার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি।
সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে দলের বাজে পারফরম্যান্স চোখে পড়েছে। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের মতো সিনিয়র খেলোয়াড়রাও দায়িত্ব পালনে ব্যর্থ। ফলে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবের অনুপস্থিতি আরও বেশি অনুভূত হচ্ছে।
বিসিবি পরিচালক মিঠু বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, এখানে কোনো দ্বিতীয় চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা।” তিনি আরও বলেন, “বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স ও নির্বাচকদের হাতে। তারা সাকিবের বিষয়টি বিবেচনায় নিচ্ছেন, আলোচনা চলছে।”
সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠেছেন তিনি। যদিও পাকিস্তান সুপার লিগে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না, তবে গ্লোবাল সুপার লিগে তিনি ছন্দে ফিরেছেন। মিঠু জানান, সাকিবের ফর্ম ও অভিজ্ঞতা জাতীয় দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “সাকিবের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনের সময় হয়তো তাকে রাখা হয়নি, কিন্তু সামনের সিরিজগুলোতে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনায় সাকিব অবশ্যই থাকবেন, তাকে বাদ দিয়ে ভাবার সুযোগ নেই।”
সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক বার্তা। এখন দেখার বিষয়, বিসিবি কবে নাগাদ তাকে জাতীয় দলে ফিরিয়ে আনে এবং কোন সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন হয়।
Leave a Reply