সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একের পর এক সহিংসতা, হত্যাকাণ্ড ও নৈরাজ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “সরকার কেন এসব বর্বরতা ও অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে?”
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের শহীদ ১৪২ পরিবারের সঙ্গে শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি আজ নয়, অনেক আগে বলেছিলাম—এই দেশে অদৃশ্য শত্রু রয়েছে। এখন তারা একে একে দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকারকে বাধাগ্রস্ত করেছে, আজ তাদের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “স্ক্রিনে হত্যাকারী স্পষ্টভাবে ধরা পড়লেও তাকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? আমরা কি ধরে নেব যে সরকার ও প্রশাসনেরই প্রশ্রয়ে এই মব তৈরি হচ্ছে?”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি—অন্যায় যেই করুক, তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ এখন সরকারের ব্যর্থতা পরিষ্কার। জনগণের এখন প্রশ্ন—এই সরকার কেন আশ্রয়-প্রশ্রয় দিয়ে অপরাধীদের রক্ষা করছে?”
মতবিনিময়ে শহীদ পরিবারের সদস্যরাও সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে।
Leave a Reply