২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন। হাজিদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সসহ কয়েকটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ২৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৯ হাজার ৬৮ জন হাজি দেশে ফেরেন। এ পর্যন্ত মোট ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ পালনকালে সৌদি আরবে মোট ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য অসুস্থতাকেই দায়ী করা হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবে যায় ৩১ মে। এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।







