গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন সহায়তা প্রত্যাশী সাধারণ মানুষ ছিলেন। আহত হয়েছেন অন্তত ৫৩০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরপর দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকে বসলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। যুদ্ধ থামার আশার পরিবর্তে আরও রক্তপাতের আশঙ্কাই বাড়ছে।
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় জ্বালানি সঙ্কট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এটি যদি চলতে থাকে, তবে আরও বিপুলসংখ্যক মানুষের মৃত্যু ও দুর্ভোগ ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ হাজার ৫৭৫ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়।
এ অবস্থায় জরুরি মানবিক সহায়তা, নিষ্কণ্টক ত্রাণ পৌঁছানো এবং আন্তর্জাতিক হস্তক্ষেপে যুদ্ধবিরতির দাবি আরও জোরালোভাবে সামনে এসেছে।
Leave a Reply