বলিউড তারকা নোরা ফাতেহির অঝোর কান্নার দৃশ্য মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কালো পোশাকে, চোখে কালো সানগ্লাস পরা অবস্থায় নোরাকে দেখা যায় আবেগাপ্লুত, বিমর্ষ—আরো স্পষ্ট হয় তিনি বড় কোনো শোকের ভেতর দিয়ে যাচ্ছেন।
রোববার (৬ জুলাই) ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লেখেন—‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। তার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দেয়। অনেকেই ধারণা করছেন, প্রিয় কোনো আত্মীয় বা ঘনিষ্ঠজনকে হারিয়েছেন অভিনেত্রী, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
স্টোরির ঠিক এক ঘণ্টা পরই নোরাকে দেখা যায় মুম্বাইয়ের বিমানবন্দরে। চোখের জল লুকাতে সানগ্লাস পরে থাকলেও তার মুখভঙ্গিতে স্পষ্ট ছিল শোকের ছায়া। বিমানবন্দরে থাকা ভক্তরা ছবি তুলতে এগিয়ে এলে তার নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন। পুরো দৃশ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে
নোরা ফাতেহি এখনও জানাননি, ঠিক কাকে হারিয়েছেন। ভক্তদের একাংশ ধারণা করছে—পারিবারিকভাবে কোনো বড় ক্ষতি হয়েছে। কেউ কেউ আবার বলছেন, এটি হয়তো নোরা যে সামাজিক বা আন্তর্জাতিক কোনো সংকটে আবেগপ্রবণ হয়েছেন, তারও বহিঃপ্রকাশ হতে পারে।
Leave a Reply