ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ECB)। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দলে পেসার গুস অ্যাটকিনসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
এজবাস্টনে ভারতের ব্যাটারদের বিপক্ষে ইংলিশ বোলারদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। ভারতের প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়ার পরও স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে তাদের অলআউট করতে ব্যর্থ হয়। এর ফলেই টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
অ্যাটকিনসন এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে টেস্ট খেলতে গিয়েই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। ফলে প্রথম দুই টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও ছিটকে যান তিনি। এবার চোট কাটিয়ে পূর্ণ ফিটনেসে ফিরেই ফিরলেন লর্ডস টেস্টে।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেমস অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় অ্যাটকিনসনের। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি। টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচে এমন কীর্তি গড়েছেন মাত্র চারজন বোলার, যার মধ্যে দু’জন ইংল্যান্ডেরই।
গুস অ্যাটকিনসনকে দলে নেওয়ায় এখন পেস ইউনিটে ইংল্যান্ডের হাতে রয়েছে: জফরা আর্চার, ব্রাইডন কার্স, জশ টাং, ক্রিস ওকস, স্যাম কুক, জেমি ওভারটন
এদের মধ্যে হেডিংলি টেস্টে পাঁচ উইকেটের জয়ের অংশ ছিলেন না কুক ও ওভারটন।
ইংল্যান্ডের লর্ডস টেস্ট স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গুস অ্যাটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি স্মিথ, অলি পোপ, জো রুট, জেমি ওভারটন, জশ টাং ও ক্রিস ওকস।
Leave a Reply