স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা জঙ্গি সংশ্লিষ্ট নয়। বরং তাদের ফেরত পাঠানো হয়েছে কেবলমাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মালয়েশিয়ার পুলিশ কিছু দাবি করেছে, তবে এখন পর্যন্ত আমরা সরকারি পর্যায়ে মালয়েশিয়া থেকে কোনো বার্তা পাইনি। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের প্রক্রিয়া চলছে।”
এ সময় জঙ্গিবাদ নিয়ে দেশজুড়ে উদ্বেগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “বাংলাদেশে বর্তমানে কোনো সক্রিয় জঙ্গি সংগঠন নেই। গত ১০ মাসে কোনো সাংবাদিক কিংবা গোয়েন্দা সূত্রই জঙ্গি তৎপরতার তথ্য দিতে পারেনি—এটাই প্রমাণ করে যে জঙ্গিদের নির্মূল করা হয়েছে। এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব আপনাদের—গণমাধ্যমের।”
তিনি আরও বলেন, “এক সময় আপনারা নিয়মিত জঙ্গি তৎপরতার তথ্য দিতেন, এখন সেটা নেই কারণ বাস্তবে তেমন কিছু ঘটছে না। আগে যেটুকু ছিল, তা সফলভাবে মোকাবিলা করা হয়েছে।”
রফতানি খাত নিয়ে তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাম্প্রতিক আন্দোলনে রফতানি কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা, তা যাচাই করতেই আজ কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছি।”
কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন অনেক বেশি কৃষিপণ্য রপ্তানি হচ্ছে। ফলে কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানিকে আরও বেগবান করবে।”
Leave a Reply