জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।
পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে সিআইসি
এনবিআরের নির্দেশনার পাশাপাশি সিআইসি আগামী ১৫ দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী শেরীফা কাদের, কন্যা ইশরাত জাহান কাদের এবং জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে।
দুদকের দুর্নীতি তদন্ত
এর আগে, ২০ মার্চ জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তদন্ত শুরু করে। অভিযোগ রয়েছে, তিনি দলীয় পদ ও নির্বাচনী মনোনয়নের জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।
রাজনীতিতে জিএম কাদেরের ভূমিকা
জিএম কাদের আওয়ামী লীগ সরকারের অধীনে বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক লেনদেন এবং সম্পদের উৎস খতিয়ে দেখছে এনবিআর ও দুদক। বিষয়টি নিয়ে এখনো জিএম কাদেরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply