ক্লাব বিশ্বকাপের হতাশা ভুলে এমএলএসে দুর্দান্ত প্রত্যাবর্তন করলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। ম্যাচটি রোববার (৬ জুলাই) অনুষ্ঠিত হয় কানাডার সাপুতো স্টেডিয়ামে।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল হতাশার। ১৩তম মিনিটে লিওনেল মেসির একটি ভুল ব্যাকপাস কাঁটা হয়ে দাঁড়ায় দলের জন্য। বল পেয়ে যান মন্ট্রিয়ালের ফরোয়ার্ড প্রিন্স ওইউসু, যিনি ওয়ান-অন-ওয়ান পজিশনে ঢুকে লক্ষ্যভেদে ভুল করেননি। গোলরক্ষককে পরাস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে নেয় মন্ট্রিয়াল।
তবে ভুল থেকে শিক্ষা নিয়েই দ্রুত ঘুরে দাঁড়ান মেসি। ৩৩তম মিনিটে তার দারুণ এক অ্যাসিস্ট থেকে সমতা ফেরান তাদেও আলেন্দে। এরপর ৪০তম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের ক্লাসিক বাঁকানো শটে গোল করে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ৬০তম মিনিটে আলেন্দের পাস থেকে দুর্দান্ত এক লং রেঞ্জার শটে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। পরের মিনিটেই ফের জ্বলে ওঠেন মেসি। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচজুড়ে ৫৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল ইন্টার মায়ামির দখলে। ১৫টি শটের ১০টিই ছিল লক্ষ্যে। প্রতিপক্ষ মন্ট্রিয়ালও কম নয়—তাদের ১৩টি শটের ৮টি ছিল অন টার্গেট। তবে কার্যকারিতায় এগিয়ে ছিল মেসির মায়ামি।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির সংগ্রহ ২১ ম্যাচে ৪২ পয়েন্ট।
Leave a Reply