তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে গাজীপুরের কেপিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন তামিম। তিনি তখনই মাটিতে লুটিয়ে পড়েন। সূত্রের বরাতে জানা গেছে, ম্যাচের সময় তামিম রোজা রেখে খেলছিলেন এবং গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন।
প্রাথমিকভাবে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা বাতিল করা হয়। দ্রুততার সঙ্গে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন।
পরিবার ও বিসিবির উদ্বেগ হাসপাতালে তামিমের পাশে রয়েছেন তার বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু। টিটু জানিয়েছেন, তামিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা এখনো কোনো আশার বাণী দিতে পারেননি।
তিনি বলেন, “ডাক্তাররা এখনই কিছু বলতে পারছেন না। শুধু বলছেন, ‘আল্লাহ ভরসা’।
তামিমের গুরুতর অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের পরিচালনা পর্ষদের মিটিং স্থগিত করেছে। ক্রিকেট মহলে এখন তামিমের সুস্থতার জন্য দোয়া ও শুভকামনার বার্তা ছড়িয়ে পড়েছে।
Leave a Reply