গাজায় ভয়াবহ ইসরায়েলি বোমা হামলায় রাতভর অন্তত ১৮ জন নিহত হয়েছেন, শনিবার (৬ জুলাই) ভোরে ফিলিস্তিনি মেডিকেল সূত্রে এমন তথ্য জানিয়েছে প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক।
এর আগের দিন, বৃহস্পতিবার, ইসরায়েলের টানা হামলায় ৫৭ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে জানায় গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
গাজা যুদ্ধের ২১তম মাসে গড়ানো পরিস্থিতির মধ্যেই হামাস ঘোষণা দিয়েছে—তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত।
হামাসের এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে গোষ্ঠীটির মিত্র ইসলামিক জিহাদও, তবে তারা স্থায়ী যুদ্ধবিরতির ‘গ্যারান্টি’ দাবি করেছে।
এই প্রস্তাব এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন।
সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে একটি কার্যকর রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী—
মোট নিহত: ৫৭,২৬৮ জন
আহত: ১,৩৫,৬২৫ জন
ইসরায়েলে নিহত (৭ অক্টোবর ২০২৩ হামলায়): ১,১৩৯ জন
বন্ধক: ২০০+ জনকে গাজায় আটক রাখা হয়েছে
বিশ্লেষকরা বলছেন,
হামাস ও ইসলামিক জিহাদের যুদ্ধবিরতির প্রতি সদিচ্ছা একটি কৌশলগত মোড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে, বিশেষ করে যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধ শেষের পক্ষে অবস্থান নিয়েছে।
Leave a Reply