ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান একের পর এক হিটের পর্দা ফাটানো চমক দিয়ে চলেছেন। ‘তাণ্ডব’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘প্রিয়তমা’—প্রতিটি চলচ্চিত্র যেন নিজেকে ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার শোনা যাচ্ছে, এই মেগাস্টারকে দেখা যাবে আরও এক ব্যতিক্রমধর্মী ও বাস্তবঘনিষ্ট চরিত্রে—নব্বইয়ের দশকের ঢাকার অপরাধ জগত ঘিরে নির্মিত হতে যাওয়া সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-তে।
প্রথমবারের মতো বড়পর্দায় নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এই প্রজেক্টের গল্প লিখেছেন চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন, যিনি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন এক রুদ্ধশ্বাস আখ্যান।
সূত্র বলছে, সিনেমাটির মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় চূড়ান্তভাবে শাকিব খানকেই ভাবা হয়েছে। ইতোমধ্যেই তার সঙ্গে স্ক্রিপ্ট রিডিং, পারিশ্রমিক ও সময়সূচি নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এখন কেবল সময়ের অপেক্ষা।
এই চরিত্রে শাকিব খানকে দেখা যাবে এক গা ছমছমে, বাস্তবভিত্তিক আন্ডারওয়ার্ল্ড ড্রামায়, যা ঢাকাই চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রযোজনা সূত্র জানিয়েছে, সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার লক্ষ্যে শিডিউল ও পরিকল্পনা সাজানো হচ্ছে। সেই হিসেব মাথায় রেখেই প্রাথমিক কাজ শুরু হয়েছে।
সিনেমাটিতে আরও থাকছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান, এবং শহীদুজ্জামান সেলিম। তবে শাকিব খানের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা এখনো অফিশিয়ালি নিশ্চিত নয়।
শাকিব খানের মতো তারকাকে এমন একটি বাস্তবভিত্তিক ও অ্যাকশনপ্রধান প্রজেক্টে যুক্ত করা, শুধু দর্শক চাহিদা নয়—ঢালিউডে চরিত্রনির্ভর, ন্যারেটিভ সিনেমার পুনর্জাগরণও হতে পারে এই প্রজেক্টের মাধ্যমে।
Leave a Reply