বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস অবশেষে আবারও একসঙ্গে ফিরেছে। সাম্প্রতিক একটি লাইভস্ট্রিমে ব্যান্ডের সাত সদস্য যৌথভাবে ঘোষণা দিয়েছেন—২০২৬ সালের বসন্তে আসছে তাদের বহু প্রতীক্ষিত নতুন পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম, আর এর সঙ্গেই শুরু হবে প্রথম বিশ্ব সফর সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে।
দীর্ঘ ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষে এটি বিটিএস-এর সদস্যদের প্রথম একসঙ্গে উপস্থিতি। লাইভস্ট্রিমে তারা জানান, জুলাই থেকেই শুরু হচ্ছে নতুন গানের প্রস্তুতি।
ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, “এই অ্যালবাম আমাদের প্রত্যেকের ভাবনা ও অনুভূতির প্রতিফলন হবে। আমরা আবারও সেই শুরুর সময়ের আবেগ ও মনের জোর নিয়ে ফিরছি।” এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে বিটিএস-ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।
২০২২ সালের ‘Permission to Dance on Stage’ ট্যুরের পর এটিই হতে যাচ্ছে বিটিএসের প্রথম বিশ্ব সফর। আর পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হিসেবে এটি আসছে ২০২০ সালের “BE” অ্যালবামের পর প্রথমবার।
২০১৩ সালে আত্মপ্রকাশ করা বিটিএস শুধু কে-পপ নয়, বরং বিশ্ব সংগীতের ইতিহাসেই একটি অনন্য নাম হয়ে উঠেছে। ২০২০ ও ২০২১ সালে তারা ছিলেন বিশ্বের সর্বাধিক বিক্রিত শিল্পী। যুক্তরাষ্ট্রে ছয়টি অ্যালবাম ও ছয়টি গান পৌঁছেছে বিলবোর্ডের শীর্ষস্থানে—এটি একটি বিরল রেকর্ড।
লাইভস্ট্রিমে বিটিএস সদস্যরা বলেন, “ভক্তদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই প্রত্যাবর্তন শুধু আমাদের জন্য নয়, এটি আপনাদের জন্যও।”
Leave a Reply