প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও অধিনায়ক চারিথ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু স্কোর গড়ে তুলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসারদের ধারালো বোলিংয়ের সামনে ২৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে আসালাঙ্কার একক লড়াই শ্রীলঙ্কাকে ম্যাচে টিকে থাকার মতো পুঁজি এনে দিয়েছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে শুরু থেকেই চাপ তৈরি করেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের পঞ্চম বলেই প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান—রানের খাতা খুলার আগেই পাথুম নিশাঙ্কা ক্যাচ দেন লিটন দাসের হাতে।
এরপর তাসকিন আহমেদ দ্রুত ফিরিয়ে দেন নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে। স্কোরবোর্ডে তখন বড় ধরনের চাপ। এমন পরিস্থিতিতে দায়িত্ব নেন অভিজ্ঞ কুশাল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
কুশাল কিছুটা স্থিতি আনলেও ৪৫ রান করে লেগ বিফোর হন তানভীর ইসলামের শিকার। জানিথ লিয়ানাগেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি—নাজমুল হোসেন শান্তর বলে বোল্ড হয়ে ফিরেন মাত্র ১৫৩ রানে দলের পঞ্চম উইকেট হিসেবে।
এরপরও এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে যান আসালাঙ্কা। ১২৩ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার পঞ্চম সেঞ্চুরি। শেষদিকে তাসকিনের বাউন্সার আক্রমণ ও তানজিম সাকিবের কার্যকর বোলিংয়ে দ্রুত শেষ হয় লঙ্কান ইনিংস।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ—৮ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন মাত্র ৪৪ রানে। তানজিম সাকিব নেন ৩টি, আর তানভীর ও সাকিব আল হাসান নেন একটি করে উইকেট।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো দুই তরুণ টাইগার ক্রিকেটার—ওপেনার পারভেজ হোসেন ইমন এবং স্পিনার তানভীর ইসলামের।
Leave a Reply