শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশায় আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টস ভাগ্যে পিছিয়ে থেকে শুরু করতে হচ্ছে ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা। ফলে শুরুতেই বল হাতে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা।
এই ম্যাচে বাংলাদেশ দল নতুন অধ্যায়ের সূচনা করেছে। জাতীয় ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার—পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম।
পারভেজ এর আগে বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন, যেখানে ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে করেছেন ২০০ রান। রয়েছে একটি হাফসেঞ্চুরি ও একটি ঝকঝকে সেঞ্চুরি।
অন্যদিকে, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম খেলেছেন ৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ, উইকেট নিয়েছেন ৪টি। এবার ওয়ানডেতে তারও অভিষেক ঘটছে।
এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। দীর্ঘ ৩৩১ ওয়ানডে পর মাঠে নামছে বাংলাদেশ, যেখানে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মর্তুজা—যাদের বলা হয় দেশের ‘পঞ্চপাণ্ডব’। সর্বশেষ এমন চিত্র দেখা গিয়েছিল দুই দশক আগে।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রথনায়কে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, এশান মালিঙ্গা, আসিথা ফারনান্দো।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তরুণদের অভিষেক, সিনিয়রদের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্বের অধীনে মাঠে নামা—সবমিলিয়ে টাইগারদের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ, তবে সুযোগও কম নয়। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই ম্যাচেই বোঝা যাবে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম কতটা প্রস্তুত আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরতে।
Leave a Reply