মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল—এমনটাই জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তসমূহে ইসরায়েল সম্মত হয়েছে, এখন শুধু হামাসের সম্মতি চুক্তিকে চূড়ান্ত করতে বাকি।
ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, “MAKE THE DEAL IN GAZA. GET THE HOSTAGES BACK!!”—এই সংকট থেকে উত্তরণে সময়ক্ষেপণ না করার আহ্বান জানান তিনি।
এদিকে ইসরায়েলি বাহিনীর টানা অভিযান এবং অবরোধের কারণে গাজার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল ‘আল-শিফা’তে চলছে জ্বালানি সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত রোগী ‘মৃত্যুর মুখে’ অবস্থান করছেন কারণ প্রয়োজনীয় চিকিৎসাসেবা আর সম্ভব হচ্ছে না।
সর্বশেষ ইসরায়েলি অভিযানে রোববার পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নিহত হয়েছেন ‘Gaza Humanitarian Foundation (GHF)’ পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে খাদ্যের অপেক্ষায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে। এই GHF প্রকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত।
নতুন হতাহতের পরিসংখ্যান:
ফিলিস্তিনে নিহত: ৫৬,৬৪৭+
আহত: ১,৩৪,১০৫+
ইসরায়েলে নিহত: ১,১৩৯ (৭ অক্টোবর হামলায়)
বন্দি: ২০০+
যদিও ট্রাম্পের দাবি একটি আশাব্যঞ্জক অগ্রগতি, তবে হামাসের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হামাস—উভয় পক্ষই যুদ্ধবিরতির প্রস্তাবে সন্দেহ ও দ্বিধা প্রকাশ করে আসছে।
বিশেষজ্ঞদের মতে, যদি ইসরায়েল এই শর্তগুলো মেনে চুক্তিতে এগিয়ে আসে এবং হামাসও সম্মত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে বড় একধাপ অগ্রগতি হবে।
Leave a Reply