ইচএসসি পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪। রোববার (২৯ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার থেকে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব সূত্রে নিশ্চিত হওয়া গেছে।রোববার সকালে পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি মাহিরা। মিরপুর সরকারি বাঙলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সকাল ৮টায় ভাটারার বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হন। পরিবার জানায়, দুপুর ১টায় তার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘসময় পরেও মাহিরার কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়ে তারা।
পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে গেলে কর্তৃপক্ষ জানায়, মাহিরা ওই দিন পরীক্ষাকেন্দ্রেই যাননি। বিষয়টি জানার পরই রোববার সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।জিডির পর থেকে মাহিরার খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর সদস্যরা সাভার এলাকা থেকে মাহিরাকে উদ্ধার করতে সক্ষম হন।
মাহিরার নিখোঁজ হওয়ার কারণ, তার শারীরিক ও মানসিক অবস্থা এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা তদন্তাধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ ঘটনায় পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেলেও একজন পরীক্ষার্থীর দিনে-দুপুরে নিখোঁজ হয়ে যাওয়া এবং পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত থাকা নিয়েই উঠছে নানা প্রশ্ন।
Leave a Reply