দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “খারাপ লোক দলে নয়, প্রয়োজনে সদস্য সংখ্যা কম হোক—তবু কলঙ্কিত কেউ যেন দলে না ঢুকে।”
রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন,
“দলের বদনাম হয় এমন লোকদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কিছু কালপ্রিট বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। আমার নামেও কেউ চাঁদা দাবি করলে সরাসরি তাকে পুলিশে দিন।”
দলে অবাঞ্ছিত ব্যক্তিদের ঠেকাতে প্রয়োজনে কাউকে সদস্য না করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন—
“দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমাদের দরকার আদর্শবান কর্মী, নামমাত্র ভিড় নয়। ভুল লোককে দলে নিলে দীর্ঘমেয়াদে ক্ষতি হয়।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনুপাতিক নির্বাচন পদ্ধতির (PR System) বিষয়ে মতামত জানিয়ে তিনি বলেন—
“একেকজন একেক দাবি তুলে নির্বাচন পেছাতে চাইছেন। PR সিস্টেমের নামে একটা গোষ্ঠী জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিএনপি এর বিরোধিতা করছে।”
মির্জা আব্বাস রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন—
“যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা একসঙ্গে আসুন। সমাবেশ করে উল্টোপাল্টা কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করবেন না। বিএনপি সংঘর্ষ চায় না, চায় পরিবর্তনের মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা।”
Leave a Reply