অস্ট্রেলিয়ার বিপক্ষে বারবাডোজ টেস্টে আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে মন্তব্য করে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা ভঙ্গ করেছেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দ্বিতীয় দিনের খেলা চলাকালে রোস্টন চেজের এলবিডব্লিউ এবং শাই হোপের ক্যাচ আউট সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্যামি। তিনি মন্তব্য করেন—
“আপনি এমন পরিস্থিতিতে পড়তে চাইবেন না যেখানে নির্দিষ্ট আম্পায়ারদের নিয়ে ভাবতে হয়। আমার দলের সঙ্গে কোনো সমস্যা আছে না কি? একের পর এক এমন সিদ্ধান্ত দেখলে প্রশ্ন আসেই।”
এই মন্তব্যকে ‘অনুপযুক্ত ও জনসম্মুখে সমালোচনামূলক’ আখ্যা দিয়ে আইসিসি স্যামিকে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করেছে। ফলাফলস্বরূপ, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট আরোপ করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজও টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে খুশি নন। তিনি বলেন—
“আমরা ভুল করলে আমাদের শাস্তি হয়। কিন্তু অফিসিয়ালদের কোনো জবাবদিহিতা নেই। একটি খারাপ সিদ্ধান্ত খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আম্পায়ারদের ভুলেরও শাস্তি থাকা উচিত।”
আইসিসি জানায়, লেভেল ১ ধারা অনুযায়ী শাস্তির সীমা সর্বোচ্চ ৫০% ম্যাচ ফি এবং ১-২টি ডিমেরিট পয়েন্ট পর্যন্ত হতে পারে। তবে স্যামি তার ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
Leave a Reply