ভারতের ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত জগন্নাথ রথযাত্রা চলাকালে ভিড়ের চাপে মর্মান্তিক পদদলনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩ জন ভক্ত নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন নারী। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের সামনে ছিল হাজারো ভক্তের সমাগম। সেই সময় রথ টানার মুহূর্তে হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হলে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন।
পুরী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিনজনই খুরদা জেলা থেকে রথযাত্রা দেখতে এসেছিলেন। আহতদের মধ্যে কয়েকজনকে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বৈণ বলেন,
“ঘটনার পরপরই মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পদদলিত হয়ে মৃত্যুর আশঙ্কা করা হলেও, বিস্তারিত জানা যাবে প্রতিবেদনের পর।”
তিনি আরও বলেন,
“আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার চেষ্টা করেছিলাম। কিন্তু আচমকা অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
প্রতি বছর রথযাত্রার সময় পুরীতে লাখো মানুষের ভিড় জমে। চলতি বছরও ব্যতিক্রম হয়নি। কিন্তু স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এত বড় সমাগম সামাল দেওয়ার মতো সুনির্দিষ্ট পরিকল্পনা ও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি পুলিশের ছিল না।
এই ঘটনাটি আবারও ভারতের ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা ও জননিয়ন্ত্রণ কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে।
Leave a Reply