জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন শুরুর আগেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সিনেট হলে প্রবেশ করা তিন আওয়ামীপন্থী শিক্ষককে স্লোগান ও প্রতিবাদের মুখে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় নির্ধারিত সময় অনুযায়ী অধিবেশন শুরুর কথা থাকলেও, তার ঠিক আগেই শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ, যা দ্রুত উত্তপ্ত রূপ নেয়।
সিনেট ভবনের বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা একযোগে স্লোগান দিতে থাকেন:
“আওয়ামী লীগের ঠিকানা এই সিনেটে হবে না”,
“আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার, সাবধান”।
দেয়ালে টানানো হয় প্রতিবাদী পোস্টার, ব্যানার ও ব্যঙ্গচিত্র। গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ছাত্রশিবির এবং সাধারণ শিক্ষার্থীরা সাংগঠনিকভাবে সিনেট হলে অবস্থান নেন।
বিক্ষোভের কেন্দ্রে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন প্রখ্যাত শিক্ষক:
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান,
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস।
তাদের আওয়ামী লীগ-সমর্থিত বলে চিহ্নিত করেন শিক্ষার্থীরা। বিষয়টি জানাজানি হতেই ভীড় করে আন্দোলনকারীরা। উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিন শিক্ষকই সভা শুরু হওয়ার আগেই চুপিসারে হল ত্যাগ করেন।
বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সিনেট একটি অরাজনৈতিক ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, যেখানে দলীয় মতাদর্শের আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
Leave a Reply