‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি তদন্তকারী সংস্থা। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে চলছে ফরেনসিক বিশ্লেষণ ও ময়নাতদন্ত। এরই মধ্যে নতুন মোড় আনলো তার অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্নের জবানবন্দি, যা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাই পুলিশ ইতোমধ্যে শেফালির অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্নের সাক্ষ্য গ্রহণ করেছে। তার ভাষ্য অনুযায়ী,
“শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে স্বামী পরাগের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন শেফালি। তখন আমি গেট খুলে দিই। তাদের পোষা প্রাণীসহ তাদের সোসাইটি কম্পাউন্ডে হাঁটতে দেখি।”
তিনি আরও বলেন,
“রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে গেট খোলার সময় একটি গাড়িতে শেফালিকে শেষবার দেখি। এরপর রাত ১টার দিকে জানতে পারি, তিনি মারা গেছেন।”
মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,
“শেফালিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ বোঝা যায়নি।”
তাই মরদেহ দ্রুত স্থানান্তর করা হয় কুপার হাসপাতালের ফরেনসিক বিভাগে। বর্তমানে ময়নাতদন্ত চলছে, আর তার রিপোর্টের ভিত্তিতেই মুম্বাই পুলিশ শেফালির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের আশায় আছে।
Leave a Reply