বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার ভাষ্য, এই পদ্ধতি জটিল এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (২৮ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা PR পদ্ধতি চালুর কথা বলছেন, তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারা চায় নির্বাচন বিলম্বিত কিংবা বানচাল করতে।” তিনি আরও জানান, বিএনপি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের উচিত দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দিন-তারিখ ঘোষণা করা।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের কাছে সম্পূর্ণ ভিন্ন দাবি তুলে ধরেছে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে বলেন,
“পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। জনরায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে সংসদ নির্বাচনে এই ব্যবস্থা চালু করা আবশ্যক।”
একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন,
“দেশের মানুষ পিআর ছাড়া আর কোনো নির্বাচনী ব্যবস্থা মেনে নেবে না।”
মহাসমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দরকার রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন—যা কেবল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমেই সম্ভব।
Leave a Reply