বলিউড তারকা কাজল নিজের বাস্তব জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন, তিনি ‘কালো জাদু’, ভূত-প্রেত ও অতিপ্রাকৃত বিষয়গুলোতে বিশ্বাস করেন। সম্প্রতি ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল অকপটে জানান, অতীতে তিনি এসব বিষয় নিয়ে ঠাট্টা করলেও একটি ঘটনা তার বিশ্বাস পাল্টে দেয়।
“আগে এসব মানতাম না, কিন্তু এখন মানি” — কাজল
কাজল বলেন,
“আমি আগে ভূত-প্রেত, জ্বীন-পরী বা কালো জাদুর অস্তিত্বে মোটেও বিশ্বাস করতাম না। এমনকি ভৌতিক সিনেমাও দেখতাম না। তবে আমার বোন এসব নিয়ে খুবই আগ্রহী ছিল। সে যখন ভূতের সিনেমা দেখত, তখন আমি মজা করে বলতাম, ‘ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব।’ কিন্তু ও কখনো আমার প্রস্তাবে রাজি হয়নি।”
হাভেলির অভিজ্ঞতা বদলে দেয় দৃষ্টিভঙ্গি
অভিনেত্রী জানান, একটি পুরনো হাভেলিতে (বিশাল রাজকীয় বাড়ি) শুটিং করতে গিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। হাভেলিটি ছিল কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্বে। কাজলের ভাষায়,
“আমি হাভেলির জানালার দিকে তাকাতেই দেখি সেখানে একটি আস্ত মাথার খুলি পড়ে আছে! আমাদের টিমের কেউ সেটা রাখেনি। বিষয়টি বেশ অস্বাভাবিক মনে হয়েছিল।”
এরপর আরও বিস্ময়কর একটি ঘটনা ঘটে।
“আমি হঠাৎ দেখি, একটি বাচ্চা মেয়ে আমার সামনে এসে দাঁড়াল। দেখতে ছিল একদম পেত্নীর মতো। সে আমাকে বলল—‘আন্টি, আমার কমলালেবুর রস খুব পছন্দ।’ কথা বলার পরপরই মেয়েটি কোথাও মিলিয়ে গেল। অনেক খোঁজ করেও আর তাকে পাওয়া যায়নি।”
‘আলো মানলে অন্ধকারকেও মানতে হবে’ — বললেন কাজল
অতিপ্রাকৃত বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে কাজল বলেন,
“আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তাহলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। আমাদের চারপাশে এমন অনেক কিছুই রয়েছে, যা চোখে দেখা যায় না—কিন্তু অনুভব করা যায়। এমন সময় আসে, যখন স্পষ্ট বোঝা যায়, চারপাশে কিছু একটা ঠিকঠাক নেই।”
নতুন ভৌতিক সিনেমা ‘মা’ নিয়ে আলোচনায় কাজল
গত ২০ জুন মুক্তি পেয়েছে কাজলের অভিনীত নতুন ভৌতিক ছবি ‘মা’। এই সিনেমায় একজন মা তার সন্তানের জীবন রক্ষায় কোন পর্যায় পর্যন্ত যেতে পারেন, সেই আবেগ আর ত্যাগের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ভূমিকায় কাজলকে দেখা যাবে এক শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ মায়ের চরিত্রে।
Leave a Reply