1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

৭০-এর দশকের কিংবদন্তি মার্কিন গায়ক ববি শারম্যান আর নেই

রনি আহম্মেদ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৯ Time View

মার্কিন সংগীত ও টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা ববি শারম্যান (Bobby Sherman) আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২৪ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান, যিনি ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তাঁর স্বামীর মৃত্যুর খবর শেয়ার করেন।

ব্রিজিট লিখেছেন, “আমার স্বামী ববি শারম্যান আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। মৃত্যুর সময়ও তিনি আমার হাত ধরে ছিলেন, আমাদের ভালোবাসার ২৯ বছরের সম্পর্ককে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন সাহসী, কোমল ও আলোয় ভরা একজন মানুষ।”

ববি শারম্যান ১৯৬০ ও ৭০-এর দশকে পপ সংগীত ও টিভি সিরিজের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ‘Little Woman’, ‘Julie, Do Ya Love Me’সহ একাধিক হিট গান তাঁকে এনে দেয় সুপারস্টার খ্যাতি। পাশাপাশি, ABC-এর জনপ্রিয় সিরিজ “Here Come the Brides” এবং “Emergency!”-এ অভিনয় করেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

তবে কেবল বিনোদন জগতেই নয়, শারম্যানের জীবনের আরেক অনন্য দিক হলো মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে তিনি একসময় যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবায়। একজন প্রশিক্ষিত প্যারামেডিক ও পুলিশ অফিসার হিসেবে ক্যালিফোর্নিয়ার জনগণের জন্য কাজ করেছেন।

গত কয়েক মাস ধরেই শারম্যান ক্যানসারের চতুর্থ স্তরে ভুগছিলেন। চিকিৎসার পরেও তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয় এবং শেষদিকে কিডনির ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অংশে।

সংগীত, অভিনয় এবং জনসেবায় ববি শারম্যানের অবদান তাঁকে সত্যিকার অর্থে একজন পূর্ণাঙ্গ আইকনে পরিণত করেছে। তাঁর মৃত্যুতে বিশ্ব হারাল এক বহুমাত্রিক প্রতিভাকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss