মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার দেশের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ অস্বীকার করে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও মার্কিন গোয়েন্দা কমিউনিটির সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী এর কোনো প্রমাণ মেলেনি।
ট্রাম্প বলেন, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড যেটা কংগ্রেসে বলেছেন—যে ইরান তাদের স্থগিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করেনি—তা “ভুল”। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“তাহলে আমার গোয়েন্দা সংস্থাই ভুল করছে। কে বলেছে এই তথ্য?”
সাংবাদিক জানান, “আপনার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স, তুলসি গ্যাবার্ড।”
ট্রাম্পের জবাব, “তিনি ভুল বলছেন।”
তবে তুলসি গ্যাবার্ড পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পের অবস্থান আংশিকভাবে সমর্থন করে বলেন,
“আমেরিকার কাছে এমন তথ্য আছে যে, ইরান যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে।”
এই মন্তব্যে ইঙ্গিত থাকলেও, এটি তার পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক নয়, যেখানে তিনি বলেছিলেন—ইরান এখনো পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না।
আল জাজিরার বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন,
“এই বিষয়ে শুধু একজন নন, পুরো গোয়েন্দা কমিউনিটি একমত। প্রেসিডেন্ট তাদের অস্বীকার করছেন, যা বিরল এবং নীতিগতভাবে বিপজ্জনক।”
ট্রাম্প আরও বলেন, তিনি ইরান-ইসরায়েল সংঘাত থামাতে এখনই যৌথ যুদ্ধবিরতির প্রচেষ্টায় যুক্ত হবেন না।
“ইসরায়েল যুদ্ধক্ষেত্রে ভালো করছে, আর ইরান তুলনামূলকভাবে দুর্বল। যারা জিতছে, তাদের থামাতে অনুরোধ করা কঠিন,” বলেন ট্রাম্প।
ওয়াশিংটনে আল জাজিরার সাংবাদিক হেইডি ঝো কাস্ট্রো জানান,
“ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।”
তিনি বলেন, “যদিও ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান জানাবেন, কিন্তু তার অবস্থান কূটনীতি নয়, বরং ইসরায়েলপন্থী বলেই মনে হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইসরায়েলকে আরও বড় পরিসরের যুদ্ধ থেকে বিরত রাখতে পারে। একইসাথে, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে গেলে ওয়াশিংটনের ৩০,০০০ পাউন্ড ওজনের GBU-57 বোমা এবং B-2 বোমার প্রয়োজন হবে—যা কেবল মার্কিন সেনাবাহিনীর কাছেই রয়েছে।
এদিকে, ইউরোপীয় নেতারা যখন শান্তি উদ্যোগের চেষ্টা করছেন, ট্রাম্প তখন বলেন,
“ইউরোপ এতে কিছু করতে পারবে না।”
Leave a Reply