নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে সেহরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ মার্চ) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্বজনদের বরাতে জানা গেছে, ফতুল্লার তল্লা এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন হারুন মিয়া (৪৫) ও তার পরিবার। শনিবার ভোরে তার স্ত্রী কমলা বেগম (৩৮) সেহরির জন্য রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। তখনই লিকেজ হওয়া গ্যাস জমে থাকার কারণে তীব্র বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়।
চিৎকার শুনে পাশের ঘর থেকে তার স্বামী হারুন মিয়া ও তাদের মেয়ে মিম (১৪) দৌড়ে আসেন। তারা কমলার শরীরের আগুন নেভানোর চেষ্টা করলে নিজেরাও দগ্ধ হন।
পরবর্তীতে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে তার স্বামী হারুন মিয়া ও মেয়ে মিম সামান্য দগ্ধ হয়েছেন। তাদেরও চিকিৎসা চলছে।”
Leave a Reply