চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
জাপান সফরের মূল আকর্ষণ ছিল টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই আয়োজিত ‘ফিউচার অব এশিয়া ২০২৫’ সম্মেলন, যেখানে এশিয়ার অর্থনীতি, প্রযুক্তি ও ভূরাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই সম্মেলনে অংশ নিয়ে ড. ইউনূস বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, অর্থনৈতিক বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
এছাড়াও বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের কৌশলগত অংশীদারত্বে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে টোকিওর উদ্দেশে।
Leave a Reply