1. admin@arshinagartv.com : admin :
  2. sobujhossain.asiantv@gmail.com : admin01 admin01 : admin01 admin01
  3. abclimited2020@gmail.com : hr@admin :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, ৪ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যা ইতোমধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করা শুরু করেছে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে (নম্বর-৩) জানানো হয়েছে, আজ বিকেল থেকেই এটি উপকূল অতিক্রম করছে এবং সন্ধ্যার মধ্যে স্থলভাগে প্রবেশ সম্পন্ন হতে পারে।

এর ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা ঝড়ো হাওয়া, অস্বাভাবিক জলোচ্ছ্বাস এবং উত্তাল সমুদ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য জলোচ্ছ্বাসের উচ্চতা ৪ ফুটের বেশি হতে পারে, যা নিচু অঞ্চলগুলোতে পানি ঢুকিয়ে দিতে পারে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে সাগরদ্বীপ ও খেপুপাড়া অতিক্রম করে উপকূলের দিকে এগোচ্ছে। এটি খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল হয়ে স্থলভাগে প্রবেশ করছে।
আবহাওয়াবিদদের মতে, সন্ধ্যার মধ্যে এটি উত্তরমুখী হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, তবে তার আগে ব্যাপক বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও প্লাবন ঘটাতে পারে।

অমাবস্যা এবং নিম্নচাপের সম্মিলিত প্রভাবে, নিম্নে উল্লিখিত উপকূলীয় জেলা ও তাদের চরাঞ্চলগুলো ২ থেকে ৪ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে:

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।

এছাড়া, এসব এলাকার জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় সমুদ্র এলাকা উত্তাল, এবং সেখানে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন,
নিম্নচাপটি সন্ধ্যার দিকে খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য ট্র্যাক অনুযায়ী, এটি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করতে পারে।

এর অর্থ, শুধুমাত্র উপকূল নয়—মধ্য ও উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss