ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে প্রতিপক্ষকে হেলমেট ধরে টেনে ধাক্কা দেওয়া নিঃসন্দেহে অনভিপ্রেত। এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ১০৪তম ওভারে, দক্ষিণ আফ্রিকান বোলার ইনোসেন্ট এনতুলির প্রথম বলেই ছক্কা হাঁকান বাংলাদেশের পেসার রিপন মণ্ড ল। ছক্কা খেয়ে মেজাজ হারিয়ে সরাসরি এগিয়ে যান রিপনের দিকে। এরপর যা ঘটল, তা স্পোর্টসম্যানশিপের চরম লঙ্ঘন।
প্রথমে ধাক্কা দেন এনতুলি, রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরের মুহূর্তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রোটিয়া বোলার রিপনের হেলমেট ধরে টান মারেন, যা দেখে মাঠে প্রবেশ করেন আম্পায়ার ও অন্য প্রোটিয়া ফিল্ডাররা। দুজনের মধ্যে হাতাহাতির মত অবস্থা তৈরি হলে, ম্যাচটি এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ মোড় নেয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের উত্তাপ কতটা বেড়ে গিয়েছিল মাঠে।
এ ধরনের ঘটনা ক্রিকেটের “জেন্টলম্যান’স গেম” ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। দুই দেশের বোর্ডের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে।
মাঠের ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ক্রিকেট ভক্তদের একাংশ বলছেন, এমন আচরণের জন্য কড়া শাস্তি হওয়া উচিত। অন্যদিকে কেউ কেউ বলছেন, প্রতিপক্ষের উসকানিতে এনতুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
Leave a Reply